এই সময় পত্রিকার সম্পাদক সুমন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। বৃহস্পতিবার বিকেলে চিট ফান্ড প্রতারণা মামলায় তাঁকে সিবিআই গ্রেফতার করে। সূত্রের খবর, বেসরকারি অর্থলগ্নি সংস্থা আই কোরের থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এর আগেও একাধিকবার এই চিট ফান্ড প্রতারণা মামলায় সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট জিজ্ঞাসাবাদ করে সুমন চট্টোপাধ্যায়কে।
বৃহস্পতিবার ফের সুমন চট্টোপাধ্যায়কে ডেকে পাঠায় সিবিআই। এদিন দুপুর ১২ টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দেন সাংবাদিক এবং এই সময় পত্রিকার সম্পাদক সুমন চট্টোপাধ্যায়। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, শুক্রবার সকালে সুমন চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে। জানা গিয়েছে, তিনি যাতে দেশ ছেড়ে কোথাও যেতে না পারেন তার জন্য মাসখানেক আগে সুমন চট্টোপাধ্যায়ের নামে লুক আউট নোটিশ জারি করেছিল সিবিআই।
সিবিআই সূত্রে খবর, কয়েক বছর আগে আই কোর চিট ফান্ডের কাছ থেকে বেশ কয়েক কোটি টাকা নিয়ে একদিন নামে পত্রিকা চালু করেছিলেন সুমন চট্টোয়াপাধ্যায়। সেই মামলাতেই তাঁকে এর আগে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
Comments are closed.