তীব্র দাবদহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। বৈশাখের আগেই ৪০ পেরিয়েছে তাপমাত্রা। জেলায় জেলায় তাপপ্রবাহ শুরু হয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা। এই অবস্থায় গত বারের মতো গরমের ছুটি এগিয়ে আনার কথা জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। ২ মে থেকে রাজ্যের স্কুলগুলোতে ছুটি পড়ছে। বৃহস্পতিবার এ নিয়ে বিজ্ঞপ্তিও জারি হয়েছে। এই অবস্থায় গরমের ছুটি এগিয়ে আসায় পড়ুয়াদের পড়াশোনার একটি ক্ষতি হওয়ার সম্ভবনা থাকছেই। তা মেটাতেই স্কুলগুলোকে বিশেষ নির্দেশিকা দিয়েছে শিক্ষা দফতর।
সাধারণত ২৪ মে থেকে রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে। সে জায়গায় ২২ দিন এগিয়ে আসছে ছুটি। কবে ছুটি শেষে হবে তা নিয়েও এখনও কিছু জানানো হয়নি। এই পরস্থিতিতে স্কুলগুলো খোলার পর অতিরিক্ত ক্লাস নেওয়ার নির্দেশ জারি করেছে শিক্ষা দফতর। এতে করে ছুটি এগিয়ে আসার ফলে পড়াশোনায় যে ব্যাঘাত হচ্ছে তা কিছুটা পুষিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
Comments are closed.