চৈত্রের তীব্র দাবদহে নাজেহাল রাজ্যবাসী। বৃহস্পতিবারই সাত জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে না বেরোনোরও পরামর্শ দেওয়া হয়েছে। এই অবস্থায় গরমের ছুটিও এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
শিক্ষা দফতর সূত্রে খবর, আগামী ২ মে থেকে রাজ্য সরকারের স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাবে। তেমনটাই আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও ২ মে ছুটি পড়লে তা কতদিন চলবে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে এ বছর প্রথম নয়, গতবছরও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। তখনও তীব্র গরমের কারণে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছিল।
সাধারণত, ২৪ মে থেকে রাজ্য সরকারের স্কুলগুলোতে গরমের ছুটি পড়ে। তবে এবারের পরিস্থিতি অন্যরকম। একেবারে শুরু থেকেই রেকর্ড তাপমাত্রা বাড়ছে। চৈত্রতেই জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এক কথায় গোটা দক্ষিণবঙ্গ পুড়ছে। এই পরিস্থিতি পড়ুয়াদের কথা চিন্তা করেই গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই ছুটি এগিয়ে আনা হচ্ছে।
Comments are closed.