পঞ্জাবের অমৃতসর থেকে বিজেপি প্রার্থী সানি দেওল! জল্পনা তুঙ্গে

এবারের লোকসভা ভোটে কি পঞ্জাবের অমৃতসর থেকে প্রার্থী হচ্ছেন বলিউড তারকা সানি দেওল? বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বলিউড তারকা সানি দেওলের সঙ্গে দেখা করেন বিজেপি সভাপতি অমিত শাহ। সূত্রের খবর, সানির সঙ্গে দেখা করে অমিত শাহ তাঁকে ভোটে লড়ার জন্য অনুরোধ করেছেন। যদিও বিজেপির তরফে এ বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। গোটা জল্পনা প্রসঙ্গে সানি দেওল জানিয়েছেন, তিনি অমিত শাহের সঙ্গে দেখা করেছেন এবং ছবি তুলেছেন, এর থেকে বেশি কিছু হয়নি।
পঞ্জাবে আগামী ১৯ মে অর্থাৎ, শেষ তথা সপ্তম দফায় ১৩ টি লোকসভা আসনে নির্বাচন হওয়ার কথা। এই ১৩টি লোকসভা আসনের মধ্যে ৩ টি আসনে লড়বে বিজেপি। বাকি ১০ টি আসনে লড়ছে বিজেপির সহযোগী দল শিরোমণি আকালি দল। যে ৩ টি লোকসভা কেন্দ্র লড়ার কথা বিজেপির সেই অমৃতসর, গুরুদাসপুর এবং হোশিয়ারপুর আসনে এখনও কোনও প্রার্থী ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই এই ৩ টি লোকসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করবে বিজেপি এবং তার মধ্যে অমৃতসর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন সানি দেওল। বিজেপির অন্য একটি সূত্র থেকে দাবি করা হয়েছে, সানি দেওল রাজি না হলে সেখানে বলিউড তারকা অভিনেত্রী পুনম ঢিলৌকে প্রার্থী করা হতে পারে। গুরুদাসপুর থেকে সম্ভবত প্রার্থী হতে চলেছেন বিজেপির প্রাক্তন সাংসদ এবং প্রয়াত বলিউড অভিনেতা বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্না অথবা বিনোদ খান্নার স্ত্রী।

Comments are closed.