নিম্নচাপের ভ্রুকুটি কাটতে না কাটতেই ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গ জুড়ে। সপ্তাহ শেষে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস।
বিগত কয়েকদিন ধরে বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার থেকে আর বৃষ্টি হয়নি কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। শুক্রবার কলকাতায় কোনওরকম বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৯১ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় কোনো বৃষ্টি হয়নি।
বাংলার পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি সহ উত্তরপ্রদেশের একাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টি হতে পারে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশে। আইএমডি সূত্রে খবর, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাজস্থান এলাকা একটি ঘূর্ণাবর্ত রয়েছে।
Comments are closed.