‘বাঁচতে গেলে টাকা লাগে’, সুপারস্টার দেবের ছবিতে গান গাইল সুপারস্টার সিঙ্গার খ্যাত নদিয়ার প্রাঞ্জল বিশ্বাস, মুক্তি পেল দেব এবং প্রসেনজিৎ অভিনীত ছবি ‘কাছের মানুষ’ ছবির দ্বিতীয় গান
এবারে পূজোতে মুক্তি পাচ্ছে দেব প্রসেনজিৎ এবং ইশা অভিনীত ছবি ‘কাছের মানুষ’। ইতিমধ্যেই ছবির ট্রেলার আমাদের কাছে চলে এসেছে এবং ছবির দ্বিতীয় গান মুক্তি ও পেয়েছে ইতিমধ্যে। গত বৃহস্পতিবার দিনই মুক্তি পেয়েছে কাছের মানুষ ছবির দ্বিতীয় গান। বর্তমানে বাঁচতে গেলে টাকা লাগে সেটাই এই গানের মাধ্যমে তুলে ধরা হলো। আর এই ছবির এই দ্বিতীয় গানটি গেয়েছে সুপারস্টার সিঙ্গার সিজন টু এর প্রতিযোগী প্রাঞ্জল। এর আগে নিজের গানের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছিলেন প্রাঞ্জল। সোনি টিভির জনপ্রিয় রিয়েলিটি শো সুপারস্টার সিঙ্গার সিজন টু এ ফাইনাল রাউন্ড অব্দি পৌঁছেছিল তবে একটুর জন্য ট্রফি হাতছাড়া হয়ে যায় নদীয়ার প্রাঞ্জলের। আর এবারে এই খুদে প্রতিযোগী গান গাইলো দেবের ছবির জন্য।
নীলায়ন চট্টোপাধ্যায়েল লেখা ও সুর করা এই গান জুড়ে রয়েছে বাংলার বাউল গানের স্বাদ। গানের লঞ্চ ইভেন্টে ওইদিন নিজের প্রিয় দোতারা হাতে হাজির হয়েছিল প্রাঞ্চল। মঞ্চে সকলের সামনে গান ও গায়। দেব তার গানে মুগ্ধ হয়ে তাকে আদর ভালোবাসায় ভরিয়ে দেয় প্রাঞ্জলের গান বড় পড়ি সকলের মন জয় করে নিয়েছে। তোর কন্ঠে অদ্ভুত একটা মাধুর্য আছে মিশে রয়েছে মাটির গানের টান।
প্রচলিত বাংলা লোকো গান টাকা লাগে থেকে অনুপ্রাণিত হয়ে এই গান বানানো হয়েছে বর্তমানে সকলের জীবনে টাকার প্রয়োজন চাকরি না পাওয়ায় টাকা না থাকায় হতাশ একাধিক বাংলার মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা। প্রতিদিন যারা সংগ্রাম করে চলেছে তাদের বাস্তব জীবন যেন এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ছবির এই গান সম্পর্কে দেব এক সাক্ষাৎকারে জানিয়েছেন ‘আমি চেষ্টা করেছি কাছের মানুষের সব গান গুলো যাতে অন্যরকম হয়। একদিকে উষাদির মতো অভিজ্ঞরা গেয়েছেন, আবার প্রাঞ্জলের মতো তরুণ শিল্পীরাও এই ছবির গানের অ্যালবমের অংশ’।
কাছের মানুষ ছবির পরিচালনার দায়িত্ব রয়েছেন পথিকৃত বসু। গোলন্দাজ ছবির পর আবারও এই ছবিতে ইশা এবং দেব একসঙ্গে জুটি বাজছে এ বছর আগামী ৩০শে সেপ্টেম্বর পুজোর শুরুতেই মুক্তি পাবে এই ছবি।
Comments are closed.