শিক্ষাব্যবস্থা হোক এমন, যেখানে মেধাবীদের ভর্তি নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে না, মন্তব্য সুপ্রিম কোর্টের

দেশের শিক্ষাব্যবস্থা এমন হওয়া উচিত যেখানে বিভিন্ন কোর্সে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের মানসিক চাপে থাকতে হবে না। দেশের শিক্ষাব্যবস্থায় সংস্কার চেয়ে কেন্দ্র ও সমস্ত রাজ্য সরকারকে সচেতন হওয়ার বার্তা দিল সুপ্রিম কোর্ট।
মহারাষ্ট্রে ২০১৯-২০ শিক্ষাবর্ষে মেডিকেল ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়ায় জট তৈরি হয়েছে। কয়েকদিন আগেই আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের মেডিকেল ও ডেন্টাল কোর্সে ভর্তির জন্য ১০ শতাংশ সংরক্ষণের বিবৃতি জারি করেছিল মহারাষ্ট্র সরকার। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়, এই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পছন্দের বিষয় নিয়ে পড়তে এবার মেধা থাকা সত্ত্বেও অনেক ছাত্রছাত্রী ভর্তি হতে পারছেন না, বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চের পর্যালোচনা, বিভিন্ন কোর্সে ভর্তি হতে গিয়ে ছাত্রছাত্রীদের যাতে মানসিক চাপ সহ্য করতে না হয়, তা নিশ্চিত করা দরকার। বিচারপতি ইন্দু মালহোত্রা ও বিচারপতি এম আর শাহের যৌথ বেঞ্চের পর্যবেক্ষণ, ‘পড়ুয়াদের দুর্দশা’কে মাথায় রেখে দেশের শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত, যেখানে মেধাবী ছাত্র-ছাত্রীকে কলেজে ভর্তির ব্যাপারে দুশ্চিন্তা করতে হবে না।
মঙ্গলবার শীর্ষ আদালত জানায়, প্রত্যেক বছর মেডিকেল বা অন্যান্য কোর্সে ভর্তির ব্যাপারে আশঙ্কা, আতঙ্কে থাকতে হয় পড়ুয়াদের। আদালতের প্রশ্ন, কেন এই জটিলতা? কেন ভর্তি সংক্রান্ত সমস্যা সমাধান হচ্ছে না, তা খতিয়ে দেখুক কেন্দ্র ও রাজ্য সরকার। দেশের মেধাবী ছাত্রছাত্রীদের বর্তমান অবস্থা নিয়ে আদালত উদ্বিগ্ন বলে জানান বিচারপতি ইন্দু মালহোত্রা ও বিচারপতি এম আর শাহ। মহারাষ্ট্রে মেডিকেল পড়ুয়াদের ভর্তির ব্যপারে সরাসরি রাজ্য সরকারকেই দায়ী করেছে শীর্ষ আদালত। ১৪ ই জুনের মধ্যে ফাইনাল কাউন্সেলিং করে মেডিকেল ও ডেন্টাল কোর্সে ছাত্রছাত্রীদের ভর্তি করতে মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Comments are closed.