ত্রিপুরা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য! তৃণমূলের দায়ের করা আদালত অবমাননার মামলা গ্রহণ সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হচ্ছে না। ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল। এই মর্মে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের করা আদালত অবমাননার মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। আগামী মঙ্গলবার এই মামলার এই মামলার শুনানি।
এরআগে ত্রিপুরা নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, অন্য সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণভাবে প্রচার করতে দিতে হবে। ত্রিপুরা পুলিশের ডিজি, স্বরাষ্ট্রসচিব ও মুখ্যসচিবকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সব দলের প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তৃণমূলের অভিযোগ সেই নির্দেশ মানছে না ত্রিপুরা প্রশাসন।
উল্লেখ্য, ত্রিপুরায় তৃণমূল কর্মীদের উপর হামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। অভিযোগ ছিল, প্রচারে গিয়ে বারবার আক্রান্ত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়। যার ভিত্তিতে ত্রিপুরায় বিপ্লব দেবের সরকারকে তীব্র তিরষ্কার করে সুপ্রিম কোর্ট। বিরোধী দলগুলির ওপর হামলার ঘটনায় পুলিশ কী পদক্ষেপ নিয়েছে ত্রিপুরা পুলিশের ডিজির কাছে হলফনামার আকারে রিপোর্ট তলব করে দেশের সর্বোচ্চ আদালত।
কিন্তু দেখা যাচ্ছে এরপরেও সুপ্রিম কোর্টের কোনও নির্দেশ মানছে না ত্রিপুরা প্রশাসন। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেন, দেশের শীর্ষ আদালতের নির্দেশ মানছে না বিপ্লব দেবের সরকার। সুপ্রিম নির্দেশ তোয়াক্কা না করেই পাল্টা বিরোধীদের বাড়ি ভাঙচুর, প্রার্থীদের মারধর ও হেনস্থার অভিযোগ করেছে তৃণমূল।
Comments are closed.