রাষ্ট্রদ্রোহের অভিযোগ থেকে মুক্তি পেলেন সিনিয়ার সাংবাদিক বিনোদ দুয়া। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, ১৯৬২ সালের কেদারনাথ সিংহের মামলায় রায়ের আওতায় প্রত্যেক সাংবাদিক নিরাপত্তার অধিকারী। হিমাচল প্রদেশের এক বিজেপি নেতা গত বছর দুয়ার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেছিলেন।
দিল্লির দাঙ্গার ঘটনায় গত বছর এই সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠে আসে। জনগণকে উসকানি দেওয়ার অভিযোগও আনা হয়। হিমাচলপ্রদেশে এক বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। অভিযোগ ছিল, ইচ্ছাকৃত ভাবে প্রধানমন্ত্রী মোদীর নামে কুৎসা করছেন বিনোদ দুয়া।
গত বছর ৬ অক্টোবর মামলার শুনানি শেষ হয়ে গিয়েছিল। আদালত রায়দান স্থগিত রাখে। এই রায় এলো বৃহস্পতিবার।
সুপ্রিম কোর্ট জানায়, রাষ্ট্রদ্রোহের মামলা থেকে প্রতিটি সাংবাদিক সুরক্ষিত থাকবেন। ১৯৬২ সালের কেদারনাথ সিংহয়ের মামলার রায় উল্লেখ করে বিচারপতি জানান, এই রায়ের ভিত্তিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ থেকে সুরক্ষা পেয়ে থাকেন সাংবাদিকরা। সিনিয়ার সাংবাদিক বিনোদ দুয়াও এই কারণেই দেশদ্রোহের অভিযোগ থেকে মুক্তি পেলেন।
১৯৬২ সু্প্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল, আইনিভাবেই সাংবাদিকরা সরকারের বিরোধিতা করা মানেই তা রাষ্ট্রদ্রোহ নয়।
Comments are closed.