অ্যালোপ্যাথি নিয়ে মন্তব্য, রামদেবকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

অ্যালোপ্যাথি নিয়ে মন্তব্য। রামদেবকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। মঙ্গলবার সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি এনভি রমনা বলেন, বাবা রামদেব যোগাকে সকলের সামনে তুলে ধরেছেন ঠিকই। কিন্তু তিনি অন্য কোনও চিকিৎসা পদ্ধতিকে অপমান করতে পারেন না।

এর আগে অ্যালোপ্যাথি ওষুধ, কোভিড টিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বাবা রামদেব। তিনি বলেন, অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে যা অক্সিজেনের অভাবে মৃত্যুর থেকেও বেশি। এই নিয়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) এর সঙ্গে বিরোধ বাধে যোগগুরু রামদেবের। সুপ্রিম কোর্টে আবেদন করে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। সেই মামলার শুনানিতে রামদেব কে কটাক্ষ করে দেশের শীর্ষ আদালত।

Comments are closed.