আপনার জন্যই দেশে অশান্তি ছড়িয়েছে, প্রকাশ্যে ক্ষমা চান; নিজের দায়ের করা মামলাতেই সুপ্রিম কোর্টে তিরস্কৃত নূপুর শর্মা
তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার বিরোধিতা করে নিজেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মা। আর দেশের শীর্ষ আদালতেই তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন তিনি। নূপুর শর্মার দায়ের করা মামলাতে সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, বিতর্কিত মন্তব্যের কারণেই দেশজুড়ে অশান্তি ছড়িয়েছে। তাঁর উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের আরও মন্তব্য, নূপুর শর্মা ক্ষমা চেয়েছেন তবে তাতে দেরি হয়েছে। ক্ষমাও চেয়েছেন শর্ত সাপেক্ষে।
বিজেপি নেত্রীর পাশাপাশি দিল্লি পুলিশের ভূমিকারও কড়া সমালোচনা করে আদালত। একজনের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে, তার বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছে দিল্লি পুলিশ? এদিন নূপুর শর্মার আবেদনও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
সম্প্রতি নূপুর শর্মার পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সারা দেশে ঝড় বয়ে যায়। বিক্ষোভের আচঁ এসে পড়ে পশ্চিমবঙ্গেও। এই আবহে দেশের একাধিক থানায় নূপুর শর্মার বিরুদ্ধে মামলা দায়ের হয়। এর পরিপ্রেক্ষিতে নূপুর শর্মা সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তিনি আদালতে বলেন, তাঁর বিরুদ্ধে একাধিক রাজ্যে মামলা দায়ের হয়েছে। সব জায়গায় যাওয়াটা সম্ভব নয়। সে ক্ষেত্রে মামলাগুলোকে একত্রিত করা হোক। পাশপাশি নূপুর শর্মা আদালতে এও অভিযোগ করেন যে, প্রতিনিয়ত তিনি বিভিন্ন জায়গা থেকে ধর্ষণ ও প্রাণনাশের হুমকি পাচ্ছেন। তিনি তাঁর মন্তব্য প্রত্যাহার করার পরেও, তাঁর বিরুদ্ধে বিভিন্ন ফতোয়া জারি করা হচ্ছে।
এদিন নূপুর শর্মার বক্তব্য শোনার পর তাঁর আবেদন খারিজ করে দেন বিচারপতিরা। সেই সঙ্গে কড়া মন্তব্যও করেন।
Comments are closed.