কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে রাজ্যের পঞ্চায়েত ভোট। মঙ্গলবার নির্দেশ দিল দেশের আদালত। পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, এদিন তাই বহাল রাখল সুপ্রিম কোর্ট।
এদিন রাজ্য নির্বাচন কমিশনের তরফে সুপ্রিম কোর্টে দাবি করা হয়, ১৩ জুন হাইকোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্যের স্পর্শকাতর বুথগুলোতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এরপর ১৫ তারিখই হাইকোর্ট ফের একবার নির্দেশ দেয় গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কমিশনের সওয়াল, হাই কোর্টের নির্দেশে মনে হচ্ছে রাজ্যের পুলিশ ভোটের জন্য যোগ্য নয়। তাছাড়াও কমিশন পাঁচ রাজ্য থেকে পুলিশ আনছে। এর পাশাপাশি এদিন কমিশন হাইকোর্টে জানায়, বাহিনী চাওয়া কমিশনের কাজ নয়। আমরা রাজ্যকে বলতে পারি বাহিনীর জন্য।
এদিকে কমিশনের এই যুক্তিকেই হাতিয়ার করে পাল্টা সুপ্রিম কোর্টের প্রশ্ন, কমিশন নিজেই বলছে বাহিনী পর্যাপ্ত নয়। অন্য রাজ্য থেকেই যখন বাহিনী াণ হচ্ছে। তাহলে কেন্দ্রীয় বাহিনীতে কমিশনের আপত্তি কোথায়? আর হাইকোর্ট তো নির্দেশ দিয়েছে, বাহিনীর সমস্ত খরচ দেবে কেন্দ্র। তাহলে কমিশনের আপত্তি কোথায়?
দু’পক্ষের সওয়াল জবাবের পর এদিন সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের আবেদন খারিজ করে দেয়। এবং পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, তাই বহাল রাখল সুপ্রিম কোর্ট।
Comments are closed.