অপূর্ব বাবু সরকারি দল ছাড়া থাকতে পারেন না! কান্দিতে ডেভিডকে বিঁধলেন শুভেন্দু
তাঁর হাত ধরে তৃণমূলে যাত্রা শুরু অপূর্ব সরকারকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
তৃণমূলে থাকাকালীন মুর্শিদাবাদ জেলার পর্যক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। অধীর গড়ে তৃণমূলের ক্ষমতা বাড়াতে ঘাসফুল শিবির তাঁকেই দায়িত্ব দিয়েছিলেন। শুভেন্দু দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েকজন কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেন।
রাজনৈতিক মহলের এক অংশের মতে, মুর্শিদাবাদে বাম-কংগ্রেসে ভাঙন ধরানোর নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর হাত ধরেই তৃণমূলে এসেছিলেন অধীর ঘনিষ্ঠ বলে পরিচিত কান্দির কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকার। একুশের নির্বাচনে তৃণমূল তাঁকেই কান্দি থেকে প্রার্থী করেছে।
তাঁর হাত ধরে তৃণমূলে যাত্রা শুরু অপূর্ব সরকারকে নিয়েই এবার চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার কান্দির জনসভা থেকে তিনি বলেন, অপূর্ববাবু সরকারি দল ছাড়া থাকতে পারেন না। কারণ হিসেবে বলেন, পুরসভায় অপূর্ববাবু ব্যাপক দুর্নীতি করেছেন সেই কারণে গা বাঁচাতে তিনি ও তাঁর ভাই সবসময় সরকারি দলের ছত্রছায়ায় থাকতে চান। শুভেন্দুর দাবি, অপূর্ব সরকার একজন সুবিধাবাদী নেতা। নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর টিপ্পনি, নবান্ন যার, পুলিশ যার, অপূর্ব এবং তাঁর ভাই তার।
[আরও পড়ুন- Mamata: শুধুমাত্র বাংলাকে লুট করতে গিয়ে দেশ ধ্বংস করে দিলেন মোদী-শাহ!]
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন একদা তৃণমূল নেতা শুভেন্দুর ঘনিষ্ঠ ডেভিডকে অধুনা বিজেপি নেতা শুভেন্দু যে আক্রমণ করবেন, সেটাই স্বাভাবিক। তৃণমূল নেত্রী যখন শুভেন্দুকে মুর্শিদাবাদ পাঠিয়েছিলেন, তখন থেকেই বিরোধী শিবিরে ভাঙ্গন ধরানোর অভিযোগ তুলেছিল কংগ্রেস, সিপিএম। তবে তাতে নবাবের জেলায় তৃণমূলের জয় যাত্রা থামেনি। কিন্তু এবার সেই শুভেন্দুকেই মুর্শিদাবাদে নিজের হাতে গড়া তৃণমূলের টক্কর নিতে হচ্ছে। আর তাই ডেভিডকে আক্রমণে ফিরলেন শুভেন্দু।
Comments are closed.