মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে আগেই আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন, এবার হাইকোর্টে আবেদন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার কলকাতা হাইকোর্টে গিয়ে আবেদন জমা দিলেন শুভেন্দু। নন্দীগ্রামের বিধায়কের তরফে আবেদনে জানানো হয়েছে, দলত্যাগী আইনে অবিলম্বে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা হোক, অথবা অধ্যক্ষকে আদালত নির্দেশ দিক যাতে দ্রুত বিধায়ক পদ খারিজের শুনানি শেষে করেন বিমান ব্যানার্জি।
এদিন আবেদন পত্র জমা দিয়ে সাংবাদিকদের বিরোধী দলনেতা জানান, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন করে আমরা চার মাস অপেক্ষা করেছি। এর মধ্যে অধ্যক্ষ বিমান ব্যানার্জি চার বার আমাদের শুনানিতে ডেকেছেন আমরা গিয়েছে। কিন্তু এতদিন অপেক্ষা করার পরেও উনি কোনও পদক্ষেপ নেননি। তাই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।
শুভেন্দু এদিন আরও দাবি করেন, মণিপুর বিধানসভার একটি মামলা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে রয়েছে, এভাবে দলবদল করলে তিন মাসের মধ্যে দলত্যাগকারীর বিধায়ক পদ খারিজ করতে হবে। আবেদনে আমরা সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করেছি।
মুকুল রায়ের পরেও বিজেপির তিন বিধায়ক দলত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন। দলত্যাগ বিরোধী আইনে প্রত্যেকের বিধায়ক পদ খারিজ হিবেই বলে এদিনও হুঁশিয়ারি দেন নন্দীগ্রামের বিধায়ক।
Comments are closed.