শুভেন্দুর দেহরক্ষীর রহস্যজনক মৃত্যুর মামলার তদন্তেরভার নিল সিআইডি। সিআইডির হোমিসাইড শাখা মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করবে। সোমবার সিআইডির একটি প্রতিনিধি দল পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সিআইডি সূত্রে খবর, এদিনই তাঁরা ঘটনাস্থলে যাবেন, এবং জিজ্ঞাসাবাদ শুরু করবেন।
গত ১৩ অক্টোবরে ২০১৮ সালে তৎকালীন মন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী গুলিবিদ্ধ হন। এই ঘটনার প্রায় আড়াই বছর পর কাঁথি থানায় নিহত শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী একটি মামলা দায়ের করেন। তিনি ওই অভিযোগপত্রে জানান, তাঁর স্বামীর মৃত্যুর ঘটনায় একাধিক রহস্য রয়েছে। ঘটনার সময় পরিস্থিতি অন্যরকম থাকায় তিনি আইনের দ্বারস্থ হতে পারেননি। কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে, তিনি চান তাঁর স্বামীর অস্বাভাবিক মৃত্যুর তদন্ত হোক। অভিযোগ পত্রে বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারীরও নাম রয়েছে।
আর এই FIR এর খবর প্রকাশ্যে আসতেই শুভেন্দুকে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ পত্রের কপি ট্যুইট করে শুভেন্দুকে উদ্দেশ্য করে লেখেন,রাজ্যের বিরোধী দলনেতা এই মৃত্যুকে ঘিরে ওঠা একাধিক প্রশ্ন এড়িয়ে গিয়েছেন।
এদিকে পাল্টা শাসক শিবিরকে তীব্র আক্রমণ করেছেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁর কথায়, তৃণমূল রাজনৈতিক কারণে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, উনি নন্দীগ্রামের হারের বদলা নিতে এসব করছেন। আমায় এভাবে চুপ করানো যাবে না। কোনও চাপের মুখে আমি কখনও মাথা নত করিনি।
সব মিলিয়ে রাজ্যের তৎকালীন মন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরপত্তা রক্ষীর রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তভার সিআইডি নেওয়ায়র জেরে ফের একবার তুঙ্গে উঠতে চলছে শাসক বিরোধী তরজা।
Comments are closed.