‘হারের ভয়ে দিশেহারা মমতা’, বলছেন জয় নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু
শুভেন্দু: সুফিয়ানদের মডেল ফেল করেছে
নন্দীগ্রামে ভোট শেষ। জীবনের সবথেকে কঠিন লড়াইয়ের প্রায় শেষ পর্যায় এসেও বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর শরীরী ভাষায় আত্মবিশ্বাসের ঝলক।
হাতের তালুর মত চেনেন নন্দীগ্রাম। সকাল সকাল ভোট দিয়েছেন। তারপর থেকে কখনও বাইকে, কখনও গাড়িতে চেপে পৌঁছে গিয়েছেন নিজের নির্বাচনী কেন্দ্রের অলিগলিতে।
সেই সকালেই সংবাদ মাধ্যমেকে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখে একগাল হেসে বিজেপি প্রার্থীর দাবি, বেগম হারছেন, বিকাশ জিতছে। নন্দীগ্রামের মানুষের উপর আমার বিশ্বাস আছে। এখানকার মাটির সঙ্গে আমার ২০ বছরের সম্পর্ক।
বুথে বুথে ঘোরার পর বিজেপি প্রার্থী জানালেন, ভোট খুব ভালো হয়েছে। সুফিয়ানদের মডেল ফেল করেছে। সুফিয়ান মডেল বলতে শুভেন্দু কী বোঝালেন? স্পষ্ট করেননি বিজেপি প্রার্থী।
এদিন শুভেন্দু অধিকারী সকাল ৭ টার মধ্যেই নিজের ভোট দিয়ে বেরিয়ে আসেন। তারপর থেকে ঘুরেছেন গোটা বিধানসভা কেন্দ্র।
[আরও পড়ুন- বিদেশে লোভনীয় চাকরি ছেড়ে লাল নিশানে ভরসা! সোনারপুরে জয় নিশ্চিত বলছেন CPI’র শুভম]
দুপুর ১ টা পেরোলে তৃণমূল নেত্রীকে বিঁধে শুভেন্দুর কটাক্ষ, ৭০% ভোট হয়ে গিয়েছে তারপর প্রার্থী বেরোচ্ছেন, তাহলেই বুঝুন! অবশ্য ভোটের দিন মমতাকে কোনোদিনই দুপুরের আগে বাড়ি থেকে থেকে বেরোতে দেখা যায়নি। তারপরই শুভেন্দুর মন্তব্য, এটা আসলে জয় শ্রী রামের ভয়, শেষ প্রচারে ওনাকে বহুবার জয় শ্রীরাম শুনতে হয়েছে।
মমতা বেরিয়ে যাওয়ার পর সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী। শুভেন্দুর দাবি, হারের ভয়ে দিশেহারা হয়ে পড়েছে তৃণমূল। এখানে এতদিন কোনও প্রতিপক্ষ ছিল না, তাই অভিযোগও ছিল না। এবার তো জবরদস্ত কমপিটিশন। তাই তৃণমূল মরিয়া হয়ে উঠেছে।
এদিন দ্বিতীয়বার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলের সব অভিযোগ খারিজ করেন, পাশাপাশি আর একবার দাবি করেন নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হারছেন।
Comments are closed.