খুব শীঘ্রই আয়কর দফতর যাচ্ছে তাঁর বাড়িতে, কৃষ্ণ কল্যাণীকে এমনটাই নাকি হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি ছেড়ে আসা রায়গঞ্জের বিধায়ক। এদিন অধিবেশন চলাকালীন কৃষ্ণ কল্যাণী স্পিকারকে বলেন, তাঁকে আয়কর দফতরের হুমকি দিয়েছেন শুভেন্দু।
কৃষ্ণ কল্যাণী এদিন দাবি করেন, শুভেন্দু অধিকারীর বক্তব্য চলাকালীন তিনি বাধা দিয়েছিলেন। সে কারণেই তাঁকে কেন্দ্রীয় সংস্থার নাম নিয়ে হুমকি দিয়েছেন বিরোধী দলনেতা। অধিবেশন কক্ষ ছাড়ার সময় শুভেন্দু অধিকারী তাঁর দিকে এগিয়ে যান এবং হুমিকের স্বরে বলেন, শীঘ্রই তাঁর বাড়িতে যাবে আয়কর দফতর। কৃষ্ণ কল্যাণীর অভিযোগের ভিত্তিতে এদিন মুখ্যমন্ত্রী বলেন, এটি খুবই গুরুতর অভিযোগ। বিধানসভায় সবারই কথা বলার অধিকারী রয়েছে। এখান থেকেই বোঝা যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কে ব্যবহার করছে। কৃষ্ণের অভিযোগের ভিত্তিতে স্পিকারের মন্তব্য, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জারি করা হবে।
এদিকে শুভেন্দু অধিকারী পাল্টা বলেন, প্রমাণ দিতে হবে আমি হুমকি দিয়েছি। উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন বিধানসভাকক্ষ ছেড়ে বেরিয়ে আসেন বিজেপি বিধায়কেরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিচিত ঢঙেই রাজ্য সরকারকে তুলাধোনা করেন নন্দীগ্রামের বিধায়ক।
Comments are closed.