আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে হানা তালিবানের। বিদেশমন্ত্রক সূত্রে এমনটাই খবর।
কাবুল দখলের পর গত বুধবার ভারতীয় দূতাবাসে তল্লাশি চালায় সশস্ত্র তালিবান বাহিনী। গুরুত্বপূর্ন নথির খোঁজেই এই অভিযান চালায় তারা। কাবুলের ভারতীয় দূতাবাস, কান্দাহার এবং মাজার-এ শরীফের বাণিজ্যিক দূতাবাসেও তল্লাশি চালায় বলে খবর।
আফগানিস্তানের পরিস্থিতি অবনতি হতে শুরু করলে দূতাবাস ছেড়ে আসেন কর্মী এবং আধিকারিকরা। জানা যাচ্ছে, গুরুত্বপূর্ণ নথি নিজেদের সঙ্গে করেই ভারতে এনেছেন তাঁরা। মিলিটারি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী যে গুরুত্বপূর্ণ নথি আনা সম্ভব নয় তা নষ্ট করে দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, শত্রুপক্ষ যাতে ওই গোপন নথির হদিশ না পায় তার জন্যই এই ব্যবস্থা।
সূত্রের খবর, তল্লাশি চালানোর নামে দূতাবাসগুলিতে রীতিমতো তান্ডব চালিয়েছে তালিবান সেনা। দূতাবাসগুলি থেকে ভারতের পতাকাও নামিয়ে ফেলা হয়েছে বলে খবর।
পর্যবেক্ষকদের মতে, আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতের দূতাবাসে তালিবান যেভাবে তল্লাশি চালিয়েছে তা অত্যন্ত উদ্বেগের।
উল্লেখ্য আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক করেছে দেশের নিরাপত্তা কমিটি। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী সহ সেই বৈঠকে উপস্থিত ছিলেন দেশের মুখ্য নিরপত্তা উলদেষ্টা অজিত ডোভাল। এখনও অনেক ভারতীয় আফগানিস্তানে আটকে রয়েছেন। তাঁদের ফিরিয়ে আনতে তৎপর নয়া দিল্লি।
Comments are closed.