তালিবানদের দাবি আফগানিস্তান দখলের পথে অন্যতম কাঁটা পাঞ্জশিরকে তাঁরা দখল করেছে। যার জেরে আফগানিস্তানে নতুন সরকার গঠন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তালিবান মুখপাত্র জাহিবুল্লা মুজাহিদ বলেন, কাবুলে সমস্ত শীর্ষ নেতৃত্ব পৌঁছে গিয়েছেন। সরকার গঠনের অনুষ্ঠানে মিত্র দেশগুলির কাছে আমন্ত্রণ পত্রও পাঠানো হয়েছে।
জানা গিয়েছে চিন, রাশিয়া, পাকিস্তানকে ডাকা হলেও সরকার গঠনের অনুষ্ঠানে আমন্ত্রণ পত্রে নাম নেই ভারতের। কাবুল দখলের পরে ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার বার্তা দিয়েছিল তালিবান। সম্প্রতি দোহায় দুই দেশের মধ্যে আলোচনাও হয়। কিন্তু প্রতিশ্রুতি দিলেও কয়েকদিন আগেই কাশ্মীর নিয়ে তালিবানের গলায় উল্টো সুর শোনা যায়। তালিবদের এক অন্যতম মুখপাত্র জানান, কাশ্মীরের মুসলামানদের নিয়ে তাঁদের কথা বলার অধিকার রয়েছে। স্বাভাবিকভাবেই তালিবানের এই অবস্থান বদল ভালো চোখে দেখছে না নয়া দিল্লি।
এদিকে এদিন ট্যুইটারে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা গিয়েছে, নর্দান এলায়েন্স-এর অন্যতম নেতা আহমদ মাসুদের বাড়ি দখল করেছে তালিবান। সোমবার সকালেই তালিবানদের তরফে ফের দাবি করা হয়েছে পুরো পাঞ্জশির এখন তাঁদের দখলে। এমনকী দেশের উপরাষ্ট্রপতি আমরুল্লা সালহে পঞ্জশির ছেড়ে অন্য কোথাও গা ঢাকা দিয়েছেন, এমন একটি খবরও স্থানীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
#Panjshir
In this Footage you can see the presence of the #Taliban in the Governor house & different areas of the province. pic.twitter.com/QqRenzixlp— Aśvaka – آسواکا News Agency (@AsvakaNews) September 6, 2021
যদিও প্রতিরোধ বাহিনী নর্দান এলায়েন্স-এর দাবি, তারা এখনও যুদ্ধ জারি রেখেছে। নর্দান এলায়েন্স-এর পক্ষে দাবি করা হয়েছে, তারা আফগান নাগরিকদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এখনও তাদের সেনা তালিবানের বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছে।
Comments are closed.