কাশ্মীরি মুসলিমদের নিয়ে সরব হওয়ার অধিকার আছে আমাদের, নয়া দিল্লির উদ্বেগ বাড়িয়ে মন্তব্য তালিবান মুখপাত্রের
তালিবান রাজ শুরুর পর থেকেই নয়া দিল্লির আশঙ্কা ছিল, ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপের জন্য আফগানিস্তানের মাটিকে ব্যবহার করা হবে। যদিও মসনদে বসে তালিবানের তরফে জানানো হয়, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় তারা। এমনকি কাশ্মীর ইস্যুকে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় উল্লেখ্য করে তারা জানিয়ে দেয় এর মধ্যে তালিবান হস্তক্ষেপ করবে না। কিন্তু সম্প্রতি এক তালিবান মুখপাত্রের মন্তব্য ঘিরে ফের উদ্বেগ বেড়েছে নয়া দিল্লির।
তালিবান মুখপাত্র সুহেল শাহিন BBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, মুসলিম হিসেবে কাশ্মীরের মুসলিমদের হয়ে সওয়াল করার অধিকার আমাদের রয়েছে। আর এই মন্তব্য ঘিরেই ফের একবার নানান জল্পনা শুরু হয়েছে।
তালিবান শাসন শুরুর পর একাধিক গোয়েন্দা রিপোর্টেও বারবার জানানো হয়েছে কাশ্মীরে নাশকতার ছক কষছে জঙ্গিরা। গত ১৫ দিনে ১০ বার হাই এলার্ট জারি হয়েছে উপত্যকায়।
সম্প্রতি তালিবানের অনুরোধে ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তল বৈঠক করেন তাদের সঙ্গে। বৈঠকে নানান বিষয়ের সঙ্গে আফগানিস্তানের মাটি যাতে কোনওরকম সন্ত্রাসবাদী কাজে ব্যবহার করা না হয় সে বিষয়ে নিশ্চিত হতে চান ভারতের রাষ্ট্রদূত। সূত্রের খবর, বৈঠকে নয়া দিল্লিকে প্রতিশ্রুতি দিয়েছেন তালিবান নেতারা। কিন্তু তারপরেও তালিবানের অন্যতম মুখপাত্রের এই ধরনের বিবৃতি কেন, তার উত্তর খোঁজার চেষ্টা করছে বিদেশ মন্ত্রক।
Comments are closed.