ভাঁড়ামো করলে হবে? ৪ কেন্দ্রে হারতেই ফের দিলীপ ঘোষকে আক্রমণ তথাগত রায়ের

উপনির্বাচনে ৪ কেন্দ্রের চারটিতেই বিজেপির শোচনীয় পরাজয়। আর দলের এই বিপর্যয়ের পরেই রাজ্য বিজেপি নেতৃত্বকে ফের একবার একহাত নিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। দলের সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের ট্যুইট শেয়ার করে তাঁকেই একহাত নিলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল।

মঙ্গলবার দিলীপ ঘোষের ট্যুইট শেয়ার করে তথাগত রায় লেখেন, দল দলালাদের জন্য কোল পেতে দিয়েছিল। যাঁরা আদর্শের জন্য বিজেপি করছিলেন তাঁদের বলা হয়েছিল এতবছর ধরে কী করছিলেন? আমরা ১৮ টি সিট এনেছি। তারপরেই দিলীপ ঘোষকে তাঁর আক্রমণ, এখন ভাঁড়ামো করলে হবে? আজকে বিজেপির শোচনীয় পরিচয় এ সবের জন্য।

উল্লেখ্য রাজীব ব্যানার্জি দল ছাড়ার পরেই একটি বিস্ফোরক ফেসবুক পোস্ট করেন দিলীপ ঘোষ। অনেক দালাল নির্বাচনের আগে দলে ঢুকে গিয়েছিল। কিছু গিয়েছে, কিছু এখনও রয়েছে। দিলীপ ঘোষ পোস্টে হুঁশিয়ারি দেন, যাঁরা দলে থেকে উৎপাত করছে অবিলম্বে তাঁদের বিজেপি ‘বাদ’ দেবে।

এদিন দিলীপ ঘোষের পোস্টকেই হাতিয়ার করে তাঁকে ফের একবার আক্রমণ শানালেন তথাগত রায়।

Comments are closed.