পথের কাঁটা ঘূর্ণাবর্ত। যার জেরে বড় দিনের আগে ফের তাপমাত্রা কিছুটা বাড়ল। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা সামান্য বেশি। তবে আশার খবর দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে ফের পারদ পতন হবে বাংলায়। শুক্রবার পর্যন্ত জেলায় জেলায় তাপমাত্রা বেশ খানিকটা কমবে।
পশ্চিমের জেলাগুলোতে জাঁকিয়ে শীত পড়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম সহ সংলগ্ন জায়গাগুলোর তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে রয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রিরও নীচে নেমে গিয়েছে।
এদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও পারদ পতন জারি রয়েছে। পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও।
তাপমাত্রা কমতেই উৎসবের মেজাজে শহর কলকাতায়। কলকাতার দর্শনীয় স্থানগুলোতেও পর্যটকের ভিড় উপচে পড়েছে। সব মিলিয়ে শীতের আমেজে মাতোয়ারা রাজ্যবাসী।
Comments are closed.