জাঁকিয়ে ঠান্ডার মাঝেই ফের সামান্য বেড়েছে তাপমাত্রা। ডিসেম্বরের শেষেও দুপুরের রোদ কিছুটা যেন অস্বস্তিতে রাখছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ সেই সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। যার জেরেই আবহাওয়ার এই ভোলবদল। অদ্রতাজনিত অস্বস্তি ফিরেছে সামান্য।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বড় দিনের আগে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দু এক ডিগ্রি বাড়বে। ঠান্ডা থাকলেও মাঝে যে জাঁকিয়ে শীতটা পড়েছিল তা খানিকটা ধাক্কা খাবে। শীতের আমেজ উপভোগ করা গেলেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু এক ডিগ্রি বেশি থাকবে।
মাঝে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল। আবহাওয়া দফতর জানাচ্ছে, বড়দিনে তা কিছুটা বাড়তে পারে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলোর সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। তবে পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
Comments are closed.