IPL চলাকালীন হামলা চালিয়ে সারা বিশ্বকে বার্তা দিতে চায় জঙ্গি গোষ্ঠী। মহারাষ্ট্র পুলিশের জঙ্গি দমন শাখা ATS- এর কাছে এমনই খবর এসেছে গোপন সূত্রে। আর এই খবর প্রকাশ্যে আসার পরেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ATS ইতিমধ্যেই সতর্ক করেছে মুম্বই পুলিশকে। জানা গিয়েছে এলার্ট জারি হওয়ার পরে ক্রিকেটারদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্লেয়ারদের থাকার হোটেলগুলিতেও নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।
গোপন সূত্র মারফত ATS এর কাছে খবর আসে, নাশকতার টার্গেট হিসেবে জঙ্গিরা ইতিমধ্যেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামকে বেছে নিয়েছে। চাঞ্চল্যকর বিষয়, খেলা চলাকালীনই হামলা চালানোর পরিকল্পনা করেছিল সন্ত্রাসবাদীরা। সেই সঙ্গে ট্রাইডেন্ট হোটেল, প্লেয়ারদের যাওয়া আসার রাস্তাকে নাশকতার জন্য বেছে ছিল জঙ্গি গোষ্ঠী। এমনকি এই উদ্দেশ্যে তারা রেকিও সেরে ফেলেছিল খবর।
এদিকে ATS এই কাছ থেকে খবর পেয়েই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে মহারাষ্ট্র পুলিশ। ক্রিকেটার এবং সার্পোট স্টাফদেরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে গোটা ওয়াংখেড়ে স্টেডিয়াম বিরাট পুলিশ বাহিনীতে মুড়ে ফেলা হয়েছে। সাদা পোশাকের বহু পুলিশও মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে।
Comments are closed.