৩৭০ উত্তর কাশ্মীরে কমেছে জঙ্গি হানা, দাবি কেন্দ্রের
২০১৯ এর আগস্ট মাসে জম্মু-কাশ্মীরে ৩৭০ বাতিল করে দেয় কেন্দ্রীয় সরকার।
জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ার পর সেখানে জঙ্গী হামলা অনেকাংশেই হ্রাস পেয়েছে, মঙ্গলবার এমটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি।
স্বাধীনতা পরবর্তী ১৯৫৪ সাল থেকে জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা জারি ছিল। কিন্তু ২০১৯ এর আগস্ট মাসে জম্মু-কাশ্মীরে ৩৭০ বাতিল করে দেয় কেন্দ্রীয় সরকার।
এদিন লোকসভায় কিষান রেড্ডি বলেন, ২০১৯ সালে জম্মু-কাশ্মীরে জঙ্গী হামলার সংখ্যা ছিল ৫৯৪, ২০২০ তে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৪৪ তে। এবং ২০২০ তে ২২১ জন জঙ্গী নিহত হয়েছিল, যা কিনা ২০১৯ এর তুলনায় অনেক বেশি। তিনি আরও জানান, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ১৫ বার সন্ত্রাস হামলা হয়েছে জম্মু-কাশ্মীরে, যার মধ্যে আটজন সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে।
দেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে এদিন কেন্দ্রীয় সরকার বেশকিছু পদক্ষেপ গ্রহণ করে। যার মধ্যে রয়েছে, আগামী দিনে সন্ত্রাসবাদের প্রতি কোনরকম সহনশীলতা প্রদর্শন করা যাবে না, সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হবে। এছাড়াও যে সকল নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদকে মদত দেবে, শনাক্তকরণের পরে তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Comments are closed.