বিশ্বের ১ নম্বর দাবাড়ু কার্লসেনকে হারিয়ে দিলেন ১৬ বছরের ভারতীয় প্রজ্ঞানানন্দ। তামিলনাড়ুর বাসিন্দা রমেশবাবু প্রজ্ঞানানন্দ। ভারতীয় দাবার ইতিহাসে এইদিনটি ঐতিহাসিক। অনলাইন র্যাপিড চেসের এয়ারথিংস মাস্টার্স টুর্নামেন্টে বাজিমাত করলেন প্রজ্ঞানানন্দ।
চেস-বেস ইন্ডিয়ার পক্ষ থেকে একটি টুইট করা হয়েছে। সেখানে জানানো হয়েছে একথা। আনন্দ, হরিকৃষ্ণের পর প্রজ্ঞানানন্দই তৃতীয় ভারতীয়, যিনি কার্লসেনকে হারালেন।
এই টুর্নামেন্টে শুরুতে ভালো ফর্ম করেননি প্রজ্ঞানানন্দ। প্রথম সাত রাউন্ডের ম্যাচে দুটিতে ড্র করেছিলেন, চারটিতে হেরেছিলেন। মাত্র একটি ম্যাচে জয় পেয়েছিলেন তিনি। এর আগেও ২০১৮ সালে মাত্র ১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন প্রজ্ঞানানন্দ। বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার সে। আর বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার ইউক্রেনের সার্গেই করজাকিন।
সবথেকে কম বয়সে গ্র্যান্ডমাস্টারদের তালিকায় রয়েছেন আরও এক ভারতীয় পরিমার্জন নেগী। এখন যুগ্মভাবে ১২ নম্বর স্থানে আছেন প্রজ্ঞানন্দ।
Comments are closed.