কোথাও যাচ্ছে না বিজেপি, আগামী কয়েক দশক ভারতীয় রাজনীতির কেন্দ্রেই থাকবে গেরুয়া শিবির; দাবি প্রশান্ত কিশোরের
হারুক বা জিতুক, আগামী কয়েক দশক ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকছে বিজেপি। সম্প্রতি এমনই বিস্ফোরক দাবি করেছেন পেশাদার ভোট কুশলী প্রশান্ত কিশোর। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে পিকের এই বক্তব্য।
একটি অনুষ্ঠানে গিয়ে পিকে বলেন, এখনই কথাও যাচ্ছে না বিজেপি, হারুক বা জিতুক আগামী কয়েক দশক ভারতীয় রাজনীতির কেন্দ্রেই থাকছে বিজেপি। ঠিক যেমনটা প্রথম ৪০ বছর কংগ্রেসের অবস্থা ছিল। তাঁর দাবির ভিত্তি হিসেবে পিকে বলেন, কোনও রাজনৈতিক দল যখন ৩০% ভোট পায়, তখন বুঝতে হবে সেই দল দীর্ঘদিন রাজনীতির কেন্দ্রে থাকবে।
এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রশান্ত কিশোর কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও আক্রমণ শানিয়েছেন। তাঁর কথায়, রাহুল গান্ধী মনে করেন, জনতা খুব শীঘ্রই মোদীর উপর বিরক্ত হয়ে তাঁকে ক্ষমতাচ্যুত করবে। এটা ভুল ধারণা। রাহুলের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, যতক্ষণ না আপনি বিরোধীদের ক্ষমতা বুঝতে পারবেন, এবং তা প্রতিরোধ করার উপায় বের করতে পারবেন ততক্ষণ আপনি বিরোধীদের হারাতে পারবেন না। তারপরেই তাঁর মন্তব্য, মোদী হয়তো হেরে যাবেন, কিন্তু বিজেপি এখনই কোথাও যাচ্ছে না।
উল্লেখ্য এর আগেও বিজেপিকে হারাতে কংগ্রেসের ভূমিকা নিয়ে একাধিকবার সরব হয়েছেন পিকে। হাত শিবিরের কার্য পদ্ধতি নিয়ে এদিনও ফের একবার কটাক্ষ ছুঁড়ে দিলেন তিনি।
Comments are closed.