সেনা কপ্টার দুর্ঘটনায় জীবিত একমাত্র সেনা আধিকারিক বরুণ সিংহ জীবিত থাকলেও অবস্থা সংকটজনক। বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানিয়েছেন, ক্যাপ্টেনকে সুস্থ করে তোলার জন্য সবরকমের ব্যবস্থা করা হচ্ছে। গত অগস্টেই শৌর্য চক্র পুরস্কার পেয়েছেন বরুণ সিংহ। এক বিমান হানার সময় যুদ্ধ বিমান তেজসকে নিরাপদে ল্যান্ডিংয়ের জন্য এই পুরস্কার পান তিনি। উত্তরপ্রদেশে পৈত্রিক ভিটে বরুণ সিংহের।
বরুণ সিংহের বাবা অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক কেপি সিংহ। ছেলের শারীরিক অবস্থা সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি তিনি। তবে তিনি জয়ী হয়ে ফিরবেন বলে আশাবাদী পরিবারের লোকেরা। বুধবার তামিলনাড়ুর সুলুর থেকে কুন্নুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পরে ভারতীয় সেনা বাহিনীর কপ্টার। মৃত্যু হয় ভারতীয় সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াতের। মৃত্যু হয় তাঁর স্ত্রীর। মোট ১৪ জন ছিলেন কপ্টারে। বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফট্যানান্ট কর্নেল হরজিন্দর সিংহ, এনকে গুরসেবক সিংহ, জিতেন্দ্র কুমার, বিবেক কুমার, বি সাই তেজা এবং হাভ সৎপালের মৃত্যু হয়। ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়। একমাত্র জীবিত রয়েছেন বরুণ সিংহ।
সংসদে দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেওয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ জানান, ক্যাপ্টেনের অবস্থা আশঙ্কারজনক হলেও স্থিতিশীল। তাঁকে সুস্থ করে তোলার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে।
Comments are closed.