বাংলার দুর্গোপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় দেশের গর্ব বেড়েছে, সংসদে দাঁড়িয়ে বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
কলকাতার দুর্গোপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি দেশের গর্ব, সংসদে দাঁড়িয়ে বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোমবার থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশন। সংসদের সেন্ট্রাল হলে সব সাংসদদের উপস্থিতিতে বক্তব্য পেশ করেন রাষ্ট্রপতি।
তিনি জানান, কলকাতার দুর্গোপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি মানে দেশের গর্ব।
তিনি আরও বলেন, ১৫০ কোটির টিকা করণে দেশ করোনা যুদ্ধের প্রথম সারিতে। এক বছরের কম সময়ের মধ্যে ১৫০ কোটি ভ্যাকসিন ডোজ দিয়েছি আমরা। করোনাকালে বহু মানুষের মৃত্যু হয়েছে। আর সেই কঠিন পরিস্থিতিতে কেন্দ্র থেকে রাজ্য, সব চিকিৎসক, বিজ্ঞানী, নার্স, প্রত্যেকে টিম হিসেবে কাজ করেছে।
তিনি অলিম্পিকে ভারতের ক্রীড়াবিদদের সাফল্যের কথা তুলে ধরেন। বলেন, অলিম্পিকে ভারত দৃষ্টান্ত স্থাপন করেছে।
এদিন, সরকারি প্রকল্পের প্রশংসা করেন রাষ্ট্রপতি। বলেন, আয়ুস্মান ভারত সহ একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের মাধ্যমে চিকিৎসা পাচ্ছেন দেশের দরিদ্র নাগরিকেরা। কম দামে ওষুধ বিক্রি করার জন্য সরকারের জন ঔষধি কেন্দ্র তৈরির উদ্যোগেরও প্রশংসা করেন তিনি।
পিছিয়ে পড়া জনজাতিকে সামনে নিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। পদ্ম পুরস্কারেও তার প্রতিফলন দেখা গিয়েছে। বলেন, প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় উপকৃত ১১ কোটি অন্নদাতার পরিবার।
রাষ্ট্রপতি উজ্জ্বলা যোজনা, বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের প্রশংসা করেন। তিনি বলেন, সেনাবাহিনীতে মেয়েদের গুরুত্ব বেড়েছে, পুলিশেও মহিলাদের উপস্থিতি বেড়েছে। মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার উদ্যোগেরও প্রশংসা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
Comments are closed.