কন্যাদান নয়, মহিলা পুরোহিতের তত্ত্বাবধানে সাত পাঁকে বাঁধা পড়লেন দিয়া-বৈভব
দিয়া-বৈভবের বিয়েতে পৌরোহিত্য দায়িত্ব পালন করেছেন একজন মহিলা পুরোহিত।
সামাজিক রীতিনীতি সম্বন্ধের যথেষ্ট জ্ঞান অভিনেত্রী দিয়া মির্জার। তবুও নিজের বিয়েতে সামাজিক রীতিকে বুড়ো আঙুল দেখিয়ে বিনা কন্যাদানেই বিবাহ সম্পন্ন করলেন দিয়া মির্জার। দিয়া-বৈভবের বিয়েতে পৌরোহিত্য দায়িত্ব পালন করেছেন একজন মহিলা পুরোহিত।
View this post on Instagram
১৫ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার দিয়া মির্জা এবং বৈভব রেখির চার হাত এক হয়। বিয়ের বিভিন্ন মুহূর্ত, ছাতনা তলা এবং বিয়ের আসরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তমহলে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ডিয়ার তাঁর বান্দ্রার বাড়িতে বিয়ের আসর বসিয়েছিল। অসংখ্য ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের মন্ডপ। লাল বেনারসি এবং কুন্দনের গয়নায় নজর কেড়েছিল দিয়ার লুক। অন্যদিকে বৈভবের পরণে ছিল সাদা শেরওয়ানি, মাথায় পাগড়ি।
করোনার পরিস্থিতি কথা মাথায় রেখে অনুষ্ঠান বাড়িতে উপস্থিত হয়েছিল কেবলমাত্র দুই পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ বন্ধুরা। বলিউড মহলের বিশেষ কাউকে নজর পড়েনি তাঁদের বিয়ের আসরে। বৈদিক মন্ত্র উচ্চারণ, মালাবদল, সপ্তপদী, যজ্ঞ সমস্ত কিছুই নিখুঁত ভাবে সম্পন্ন হয় দিয়া-বৈভবের বিয়েতে।
দিয়া-বৈভবের বিয়ে জানো সিনেমার প্লট। ঠিক যেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদের শেষ ছবি “ব্রহ্মা জানেন গোপন কম্মটি” এর মত। আর সেই ছায়াছবির ছাঁয়াই পড়েছে বাস্তব জীবনে।
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
Comments are closed.