দেশজুড়ে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়তে চলেছে। গত ২৪ ঘন্টায় সংক্রমণের পরিসংখ্যান তাই বলছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৯৩০ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ১৬ হাজার ১৫৯। একলাফে অনেকটাই বেড়েছে সংক্রমণের হার। পাশাপাশি এক দিনে মৃত্যু হয়েছে ৩৫ জন। বুধবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৮।
দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ১৯ হাজার ৪৫৭। মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৩০৫ জনের। অন্যদিকে আশা জাগাচ্ছে সুস্থতার হার। সুস্থতার হার ৯৮.৫৩ শতাংশ।
ইতিমধ্যেই ভারতে হানা দিয়েছে করোনা ভাইরাসের ওমিক্রনের নয়া রূপ বিএ.২.৭৫। ইউরোপ ও আমেরিকায় বিএ.৪ ও বিএ.৫-এর সংক্রমণ ঘটেছে।
Comments are closed.