স্বপ্ন ছিল অ্যাথলিটক্স হবেন। অ্যাথলিটক্সে স্বর্ণ পদকও পেয়েছেন কয়েকবার। কিন্তু তিনি এখন একটি ফুড ডেলিভার কোম্পানির ডেলিভারি বয়। নাম মুকেশ কুমার। বিহারের বৈশালী জেলার বাসিন্দা সে।
ইউটিউবে ওই ফুড ডেলিভারি কোম্পানি একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা গেছে মুকেশ কুমারকে। তিনি নিজেই জানিয়েছেন জীবন কাহিনী। স্কুলে পড়তেই অ্যাথলিটক্সে ৪ টি স্বর্ণ পদক পেয়েছিলেন তিনি। তাঁর খেলা দেখে মুগ্ধ হতেন শিক্ষকরা। তাঁরাই ভবিষ্যতে একজন সফল অ্যাথলিটক্স হতে স্বপ্ন দেখিয়েছিলেন মুকেশকে। এরপর ৪০০ মিটারে বিভাগে দৌড়ে রাজ্য স্তরে স্বর্ণ পদক পেয়েছিলেন তিনি। বিশাখাপত্তনমে জাতীয় পর্যায়ের অ্যাথলিটক্সে অংশ নেন তিনি। কিন্তু সেখানে কোনও পদক জিততে পারেননি মুকেশ। এরপর তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। শুধুমাত্র শিক্ষকরাই তাঁকে অনুপ্রেরণা দিয়েছিলেন একজন সফল অ্যাথলিটক্স হয়ে উঠতে। ফের শুরু করেন প্র্যাকটিস। কিন্তু বাধ সাধে কোভিড। লকডাউনে সব স্টেডিয়াম বন্ধ থাকায় গঙ্গাঘাটে গিয়ে প্র্যাকটিস করতেন। কিন্তু লকডাউনে বাড়ির অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। কাজে বেরোনোর সিদ্ধান্ত নেন মুকেশ। যোগ দেন ডেলিভারি বয়ের কাজে। যুক্ত হন একটি নামী ফুড ডেলিভারি সংস্থায়।
কৃষক পরিবারের সন্তান মুকেশকে ওই ইউটিউব ভিডিওতে বলতে শোনা গিয়েছে, প্রথম রোজগারের টাকা দিয়ে তিনি বোনকে একজোড়া জুতো কিনে দিয়েছিলেন। তিনি আরও জানিয়েছেন, তাঁর বোনও রাজ্য স্তরের চ্যাম্পিয়ন। বোনের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করত চান মুকেশ।
Comments are closed.