তীব্র গরমে উত্তরবঙ্গে যাওয়ার ট্রেনে তিল ধারণের জায়গা নেই, সুখবর দিল ভারতীয় রেল, চালু হচ্ছে নতুন ট্রেন

গরমে উত্তরবঙ্গ যাওয়ার হিড়িক পড়ে প্রতিবার। বর্তমানে কলকাতায় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছুঁইছঁই। কিন্তু দেখা যাচ্ছে ট্রেনে তিলধারণের জায়গা নেই। টিকিট বুকিং করতে গিয়ে অনেকেই কনফার্ম টিকিট পাচ্ছেন না। ফলে খালি হাতেই ফিরতে হচ্ছে অনেককে। এবার সুখবর দিল ভারতীয় রেল। চালু হচ্ছে আরেকটি নতুন ট্রেন। ২৯ এপ্রিল থেকে ৩ জুন পর্যন্ত প্রতি শুক্রবার চলবে এই বিশেষ ট্রেন। কলকাতা স্টেশন থেকে এই ট্রেনটি যাবে নিউ জলপাইগুড়ি পর্যন্ত।

কলকাতা থেকে শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে ছাড়বে ট্রেনটি। নিউ জলপাইগুড়ি যাবে পরের দিন সকাল সাড়ে ১০ টার সময়। অন্যদিকে, শুক্রবার ভোর ৪ টের সময় ট্রেনটি জলপাইগুড়ি থেকে ছাড়বে।

আগেই উত্তরবঙ্গ যাওয়ার জন্য একটি স্পেশাল ট্রেনের ঘোষণা করেছিল রেল। যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া স্পেশাল ট্রেন চালু করেছে ভারতীয় রেল। হাওড়া থেকে এই ট্রেন যাচ্ছে নিউ জলপাইগুড়ি পর্যন্ত।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এই বছর এপ্রিল মাস থেকেই পাহাড়ে যেতে শুরু করেছেন পর্যটকরা। এরমধ্যে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে তাপপ্রবাহ। তাই আরও বেশি সংখ্যায় পর্যটক পাহাড়মুখী। দার্জিলিং, সিকিম যাওয়ার জন্য নিউ জলপাইগুড়িগামী পূর্ব রেলের সব ট্রেনে আসন সংখ্যা ভর্তি। এমনকী, স্পেশাল ট্রেনেও সব আসন বুক হয়ে যাচ্ছে নিমেষে। উল্লেখ্য, রানওয়ে সংস্কারের জন্য গত ১১ এপ্রিল থেকে বন্ধ ছিল বাগডোগরা বিমানবন্দর। মঙ্গলবারই ফের বাগডোগরায় চালু হয়েছে বিমান পরিষেবা। সেই কারণে ১১ এপ্রিল থেকে ট্রেনে যাতায়াত বেশি করছিলেন যাত্রীরা।

Comments are closed.