বন্দে ভারতের পর ট্র্যাকে এবার বন্দে সাধারণ এক্সপ্রেস! কবে থেকে চালু নতুন এই ট্রেন? 

বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই দেশজুড়ে সারা ফেলে দিয়েছে। প্রায় প্রতিটি রাজ্যের জন্যই চালু হয়েছে সেমি হাইস্পিড এই এক্সপ্রেস। অন্যান্য এক্সপ্রেস ট্রেনের তুলনায় গতি কিছুটা বেশি সেই সঙ্গে পরিষেবার দিক থেকেও একেবারে অন্যমাত্রায় বন্দে ভারত এক্সপ্রেস। এবার বন্দে ভারতের আদলেই ট্র্যাকে আসছে নতুন এক এক্সপ্রেস ট্রেন। বন্দে সাধারণ এক্সপ্রেস। যদিও বন্দে ভারতের থেকে এই ট্রেনটি অনেকদিক থেকেই আলাদা। রেল সূত্রে খবর, ডিসেম্বরেই নতুন এই ট্রেন পথ চলা শুরু করবে। 

জানা গিয়েছে, বন্দে সাধারণ এক্সপ্রেস ২২টি কোচ এবং ২টি লোকমটিভ নিয়ে গঠিত। অসংরক্ষিত শ্রেণীর জন্য ১২টি স্লিপার কোচ এবং ৮টি কোচ থাকবে। এই ট্রেনটিতে একসঙ্গে ১৮০০ জন যাত্রী বসে যেতে পারবেন। এবং উল্লেখযোগ্য ভাবে নতুন এই ট্রেনটিতে ২টি লাগেজ বগি থাকবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় ১৩০ কিমি থাকলেও ট্রাকের কারণে এটি ঘন্টায় ১১০ কিমি পর্যন্ত ট্রাভেল করতে পারবে। 

এখনও পর্যন্ত বন্দে সাধারণ এক্সপ্রেসের জন্য দুটি রুট প্রস্তাবিত হয়েছে। রুট দুটি হল, মুম্বাই পাটনা এবং দিল্লি-মুম্বাই। পরবর্তী পর্যায়ে আরও কয়েকটি রুট যুক্ত করা হবে বলে খবর। 

Comments are closed.