আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত–অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট দেখতে গেলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ম্যাচ দেখার আগে মাঠে নামেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। দুই দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন। ২০২১ সালে মোতেরা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদী স্টেডিয়াম রাখা হয়।
টুইটারে কিছু ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ক্রিকেট, ভারত ও অস্ট্রেলিয়ার আবেগ। আমার ভালো বন্ধু অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আহমেদাবাদে থাকতে পেরে খুব ভালো লাগছে। তিনি আরও জানান, ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের সাক্ষী হতে পেরে ভালো লাগছে।
Some more glimpses from Ahmedabad. It is cricket all over! 🏏 pic.twitter.com/K8YCx0Iaz7
— Narendra Modi (@narendramodi) March 9, 2023
অন্যদিকে একটি টুইট করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। সেখানে তিনি লেখেন, ভারতের প্রধানমন্ত্রী সঙ্গে ক্রিকেটের মাধ্যমে ৭৫ বছরের সম্পর্ক উদযাপন করতে পেরে ভালো লাগছে। সেই টুইটকে রিটুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Celebrating 75 years of friendship though cricket with Indian Prime Minister @narendramodi 🇦🇺🇮🇳 pic.twitter.com/gk3m3XzEBe
— Anthony Albanese (@AlboMP) March 9, 2023
এর আগে ২০১৪ সালে ভারত সফরে এসেছিলেন অস্ট্রেলিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী টনি অ্যাবট। অসামরিক পরমাণু চুক্তির পাশাপাশি, কিংবদন্তী ক্রিকেটার ডন ব্র্যাডমানের সংগ্রহশালা থেকে তাঁর ব্যবহৃত বিভিন্ন ক্রিকেট সরঞ্চাম ভারতে এনে প্রদর্শনীর ব্যবস্থা করা ছিল সফরের অন্যতম আলোচনার বিষয়।
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ দেখার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য, জলসম্পদ উন্নয়ন, শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।
Comments are closed.