শুক্রবার পুরভোট নিয়ে করা জনস্বার্থ মামলার শুনানি শেষ হল হাইকোর্টে। সোমবার রায় দানের সম্ভবনা রয়েছে বলে খবর। রাজ্যের মেয়াদউত্তীর্ণ পুরসভাগুলির ভোট কবে? রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চায় হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কোর্ট সূত্রে খবর, নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বকেয়া পুরভোট নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা চলছে, খুব শীঘ্রই বাকি পুরসভাগুলির ভোট ঘোষণা করা হবে।
হাইকোর্ট সূত্রে খবর, এদিনের শুনানিতে রাজ্যের আইনজীবী বিজেপির নাম না করে মামলাকারীর আইনজীবীর উদ্দ্যেশে কোর্টে বলেন, এক রাজনৈতিক দল পুরভোট নিয়ে হাইকোর্টে মামলা করার পরেও আবার সুপ্রিম কোর্টে গিয়েছে। এক্ষত্রে তাঁরা দু’নৌকোয় পা দিয়ে চলার আচরণ করছেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, সুপ্রিমকোর্টে বলা হয়েছে পুরভোটে বিরোধী দলের প্রার্থীরা নমিনেশন জমা দিতে পারছেন না, অথচ নমিনেশন জমা দিতে পারেননি এমন একটাও অভিযোগ নেই।
এদিন বিজেপির আইনজীবীর তরফে পুরভোটে ভিভি প্যাড ব্যবহারের পক্ষে জোরদার সওয়াল করা হয় আদালতে। দু’পক্ষের সওয়াল জবাব শোনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে, সোমবার পুরভোট নিয়ে রায় ঘোষণা করতে পারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
Comments are closed.