ইউক্রেনে রাশিয়ার হামলার প্রভাব পড়ল আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে। দাম ব্যারেল প্রতি ১০১ ডলারে পৌঁছাল। যুদ্ধ পুরোদমে শুরু হলে দাম আরও বাড়তে পারে বলে আন্তর্জাতিক রিসার্চ সংস্থাগুলি।
এর আগে ২০১৪ সালে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১০০ ডলার ছড়িয়েছিল। ২০২২ সালে এই দাম প্রতি ব্যারেলে ১২৫ ডলার ও ২০২৩ সালে দাম প্রতি ব্যারেলে ১৫০ ডলার হয়ে যেতে পারে বলে অনুমান করছে আন্তর্জাতিক রিসার্চ সংস্থাগুলি।
ভারতে গত বছরের ৪ নভেম্বরের পর পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল হয়নি। অন্যদিকে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে। ফল প্রকাশ ১০ মার্চ। ভোটের পর বর্তমান দাম যুক্ত করে তেলের দাম আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
Comments are closed.