রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আবহে মস্কো থেকে সোনার পদক জিতে আনলেন ভারতীয় কন্যা

মস্কোয় আয়োজিত উশু স্টার প্রতিযোগিতায় সোনার পদক জিতল ভারতের মেয়ে সাদিয়া তারিক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আবহের মধ্যেই মস্কো উশু স্টার প্রতিযোগিতায় সোনার পদক জিতেছে সাদিয়া তারিক। ১৫ বছর বয়সী সাদিয়া জম্মু-কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা।

টুইট করে সাদিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, মস্কো উশু স্টারস প্রতিযোগিতায় সোনা জেতার জন্য সাদিয়া তারিককে অভিনন্দন। দেশের ভবিষ্যত ক্রীড়ার জন্য সে অনুপ্রেরণা জোগাবে। জানা গিয়েছে রাশিয়ার প্রতিযোগিকেই হারিয়েছে সাদিয়া।

শ্রীনগরের প্রেজেন্টেশন কনভেন্ট স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সাদিয়ার ছোট থেকে উশুর প্রতি উৎসাহ ছিল। পেশায় চিত্র সাংবাদিক সাদিয়ার বাবা তারিক লোন তাই মেয়েকে সেই দিকেই যেতে উৎসাহ দিয়েছেন।জাতীয় জুনিয়র উশু প্রতিযোগিতায় সাদিয়া দুবার সোনার পদক পেয়েছে সে।

মস্কোতে প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার আগে জুনিয়র জাতীয় উশু প্রতিযোগিতায় সোনা জিতেছিল সাদিয়া। তারপরেই উশু অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার টেকনিক্যাল কমিটি তাকে মস্কোতে পাঠায়। আগামী বছর ডিসেম্বর মাসে চিনে আয়োজিত যুব এশিয়াডে সোনা জেতার জন্য প্রস্তুতি নিচ্ছে সাদিয়া।

Comments are closed.