অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল পদাতিক এক্সপ্রেস

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। ট্রেনের এসি কোচ থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পান এক গেটম্যান। তিনি বিষয়টি জানান, রেলের আধিকারকদের। এরপর   কোচবিহারের কাছে জামালদহ-গোপালপুর স্টেশনে ট্রেনটি থামানো হয়। পায় ৪ ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ চলে। এরপর রওনা দেয় ট্রেন। রবিবার এই ঘটনায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

রবিবার এই ঘটনার পর আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দিলীপকুমার সিংহ জানান, হট অ্যাক্সেলের ফলে এই দুর্ঘটনা হয়েছে। তবে যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। কারণ বেশিরভাগ যাত্রী নেমে পড়েছিল নিউ জলপাইগুড়িতে। খুব কম সংখ্যক যাত্রী যাচ্ছিলেন নিউ আলিপুরদুয়ারে।

জামালদহ-গোপালপুর স্টেশনে ঢোকার আগে আগুন লাগে। জানা গিয়েছে, আগুন লাগানোর পর প্রথমে ধোঁয়ায় ভরে যায় পুরো কোচ। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। রেলকর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। বিকেলে ট্রেনটি রওনা দেয় নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। এই বিষয়ে আলিপুরদুয়ারের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দিলীপকুমার সিংহ আরও জানান, যে রেলকর্মীর তৎপতায় ট্রেন দুর্ঘটনার হাত থেকে মুক্ত হয়েছে, সেই রেলকর্মীকে পুরস্কৃত করা হবে।  এর আগে গত বছর জানুয়ারি মাসে দোমোহনির কাছে দুর্ঘটনা হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস।

Comments are closed.