দিল্লি দূষণের মাত্রা আরও ভয়াবহ হচ্ছে। এই পরিস্থিতিতে এবার নড়েচড়ে বসেছে দিল্লি সরকার। দিল্লি সরকার বৈদ্যুতিক এবং সিএনজি চালিত গাড়ি ছাড়া অন্য গাড়ির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে।
অন্য কোনও গাড়ি দিল্লিতে প্রবেশও করতে পারবে না। তবে শুধুমাত্র ছাড় দেওয়া হবে ওষুধের গাড়িকে। দিল্লি-এনসিআর হাইওয়ে, উড়ালপুল, ওভারব্রিজ, পাইপলাইন নির্মাণ এবং ধ্বংসের কাজ বন্ধ রাখা হচ্ছে। বিশুদ্ধ জ্বালানি নিয়ে কাজ না করা কারাখানাগুলিতেও উৎপাদন কাজ বন্ধ রয়েছে। ইতিমধ্যেই দিল্লিতে দূষণের জেরে আগামী কয়েকদিন দিল্লিতে সব স্কুল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইনেই চলবে পঠনপাঠন। কেন্দ্রীয়-রাজ্য সরকারের কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে।
উল্লেখ্য, রাজধানী দিল্লির দূষণ বারবার প্রশ্নের মুখে পড়ে। বিশেষ করে দেওয়ালির পর এবং শীত পড়ার আগে দিল্লির বাতাসে দূষণের মাত্রা প্রতি বারই ভয়ানক ভাবে বেড়ে যায়। বাতাসের গুণমান দিল্লির বসবাসকারীদের জন্য বড় সমস্যা তৈরি করে। যার জেরে মানুষ দিন দিন নতুন নতুন রোগের শিকার হচ্ছে। রাজধানীর অনেক এলাকায় বাতাসের মানের সূচক ৪০০-এর উপরে।
Comments are closed.