আরপিএফের তৎপরতায় প্রাণ বাঁচলো এক বৃদ্ধ দম্পতির। ওই আরপিএফ ‘মেরি সহেলী’ দলের লেডি কনস্টেবল সুলতা মণ্ডল। বুধবার দুপুরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালদা স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে আসে। ট্রেন স্টেশন থেকে থেকে ছাড়ার সময় এক বৃদ্ধ দম্পতি চলন্ত ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে যান। এগিয়ে আসেন লেডি কনস্টেবল সুলতা মণ্ডল।
ট্রেন থামিয়ে ওই বৃদ্ধ দম্পতিকে ট্রেনে তুলে দেওয়ার ব্যবস্থা করেন সুলতা মণ্ডল। লেডি কনস্টেবলের চেষ্টায় ওই বৃদ্ধ দম্পতি গন্তব্যে পৌঁছাতে পারে। তাঁদের শরীরে কোনও আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে।
কয়েকমাস আগেও মালদা ডিভিশনে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির প্রাণ বাঁচিয়েছিলেন একজন আরপিএফ। চলন্ত মালগাড়ির নীচ থেকে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করেছিলেন আরপিএফ। মাল্গাড়ির বগির নীচে ঝুলছিলেন ওই ব্যক্তি। সেখান থেকে তাঁকে উদ্ধার করা হয়। এই ভিডিও নিমেষে ভাইরাল হয়ে যায়। এরপর লেডি কনস্টেবলের সাহায্যে বৃদ্ধ দম্পতির প্রাণ রক্ষা পেল।
এই ঘটনায় এক যাত্রী জানিয়েছেন, এই লেডি কনস্টেবল না থাকলে প্রাণ হারাতে হত বৃদ্ধ দম্পতিকে। ওই বৃদ্ধ দম্পতিও ধন্যবাদ জানিয়েছেন লেডি কনস্টেবল সুলতা মণ্ডলকে। নিত্যযাত্রীরা জানিয়েছেন, আরপিএফ সবসময় যাত্রীদের নিরাপত্তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
Comments are closed.