কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে। সেইমত মাঘের শুরুতেই একধাক্কায় পারদ পতন। শহরে ফের ফিরে এল শীতের আমেজ। তাপমাত্রা কমলো ৩ ডিগ্রি। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিতে মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি। শুক্রবার তা কমে হয় ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস।
সকালের দিকে কুয়াশা ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সকাল থেকেই কুয়াশাবৃত ছিল শহর কলকাতাও। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা পাওয়া যায়। ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায় আকাশ। তবে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বাড়বে কলকাতা সহ জেলাগুলিতে। তবে ঠান্ডা জমিয়ে থাকবে উত্তরের জেলাগুলিতে। আগামী তিনদিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। এরপর থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে আগামী তিনদিন।
Comments are closed.