২০২৪ সালের মধ্যে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত রুটে মেট্রো চলাচল শুরু হবে। এমনই দাবি করেছ রেলবোর্ডের সদস্য (পরিকাঠামো) রূপ এন শুনকার। বউবাজারে ক্ষত অংশের কাজ সারিয়ে ২০২৪ সালের মধ্যে চালু হয়ে যাবে মেট্রো। যদিও এর আগেও এই লাইনে মেট্রো পরিষেবা চালু হবে বলে জানানো হয়েছিল। রেল কর্তাদের দাবি, এর আগেও একাধিকবার রেলমন্ত্রী ও জেনারেল ম্যানেজার এই মেট্রো চালানোর কথা বলেছিল, কিন্তু আদৌ সেটা হয়নি। রবিবার রেলবোর্ডের সদস্য গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রুট ঘুরে দেখেন।
এদিন ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সফর করেন শুনকার। রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই অংশে যাত্রী পরিষেবা পুরোপুরি বন্ধ থাকে। রেলকর্তাদের দাবি, বোর্ডের সদস্যরা শনিবার থেকেই কলকাতায় ছিলেন। সেদিন এই পরিদর্শন করলে রেলের বাড়তি খরচ হতনা। কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো লাইন চালু হয়নি এখনও। কিন্তু কবি সুভাষ থেকে মেট্রো রুটের পাঁচটি স্টেশনে আলো সহ যাবতীয় পরিকাঠামো চালু রাখা হয়েছে। এতেও বাড়তি খরচ হচ্ছে রেলের।
উল্লেখ্য, গত বুধবার গঙ্গার তলা দিয়ে প্রথম মেট্রো রেক পৌঁছায় হাওড়া ময়দানে। পরীক্ষামূলকভাবে দ্বিতীয় মেট্রোরেলের রেকটিও নিয়ে যাওয়া হয় বুধবারই। মেট্রো ও কেএম আরসিএলের আধিকারিকরা ছিলেন এই প্রথম রেক পাঠানোর দৌড়ে। এসপ্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত মেট্রোর ট্রায়াল রানের জন্য হাওড়া ময়দানেই রাখা থাকবে দুটি ট্রেন।
Comments are closed.