জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল প্রার্থীরা উড়িয়ে দিচ্ছেন ভূমিপুত্র প্রসঙ্গ, চার কেন্দ্রে উপনির্বাচনে প্রচারে মাঠে নামছেন মন্ত্রীরা
প্রচারে ব্যস্ত চার বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থীরা। ৩০ অক্টোবর শান্তিপুর, গোসাবা, দিনহাটা ও খড়দা কেন্দ্রে উপনির্বাচন। শান্তিপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। দিনহাটা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। একুশের ভোটে তিনিই প্রার্থী হয়েছিলেন তৃণমূলের।
গোসাবার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মণ্ডল আর খড়দায় তৃণমূল প্রার্থী শোভনদেব চ্যাটার্জি।
প্রচারে ঝড় তুলছেন সকলে। শান্তিপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী সাধারণ মানুষের আশীর্বাদ পাচ্ছেন। নবাগত এই প্রার্থীকে পেয়ে খুশি শান্তিপুরের মানুষ। ব্রজকিশোরের সমর্থনে ২৬ অক্টোবর শান্তিপুরে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। শান্তিপুরে ব্রজগোপালের সমর্থনে প্রচার করছেন তৃণমূল সাংসদ ও শান্তিপুর উপনির্বাচনের পর্যবেক্ষক মহুয়া মৈত্র।
একুশের নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছিলেন উদয়ন গুহ। কিন্তু বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে মাত্র ৫৭ ভোটে হেরে যান তিনি। এবার উপনির্বাচনেও উদয়ন গুহকেই প্রার্থী করেছে তৃণমূল। বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন ৬৭ বছরের প্রার্থী উদয়ন গুহ। তাঁর হয়ে প্রচারে করছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রচার করবেন সুব্রত বক্সী, সোহম চক্রবর্তী ও দেবাংশু ভট্টাচার্য। দিনহাটায় যাবেন সায়নী ঘোষ এবং সায়ন্তিকা ব্যানার্জি।
খড়দায় তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চ্যাটার্জিকে বহিরাগত বলে প্রচার করছে বিজেপি। কিন্তু নিজেকে বহিরাগত মানতে রাজি নন একুশের নির্বাচনে ভবানীপুর থেকে জয়ী প্রাক্তন তৃণমূল বিধায়ক শোভনদেব চ্যাটার্জি। ভূমিপুত্র প্রসঙ্গে শোভনদেব চ্যাটার্জি জানিয়েছেন, অসীম দাশগুপ্তও ভূমিপুত্র ছিলেন না। এমনকি বিজেপি প্রার্থী জয় সাহাও খড়দার বাসিন্দা নন বলে জানিয়েছেন শোভনদেব চ্যাটার্জি।
গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল বৃহস্পতিবার থেকে প্রতিদিন দুটি করে জনসভা করবেন। শনিবার গোসাবায় সভা করবেন তৃণমূলের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
Comments are closed.