২৫ শে নভেম্বর ৩ কেন্দ্রের উপ-নির্বাচনের প্রচারে তৃণমূল, আজ মনোনয়ন জমা

২৫ শে নভেম্বরের উপ-নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা হতেই পুরোদস্তুর প্রচারে নেমে পড়ল তৃণমূল। খড়গপুর, করিমপুর এবং কালিয়াগঞ্জে প্রচারে তৃণমূল প্রার্থীরা। সোমবারই মনোনয়ন জমা দেবেন তৃণমূল প্রার্থীরা।

 

খড়গপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন সেখানকার পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার। করিমপুরে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় এবং কালিয়াগঞ্জে তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেদিনীপুর এবং মহুয়া মৈত্র কৃষনগর থেকে সাংসদ নির্বাচিত হওয়ায় খড়গপুর এবং করিমপুর আসনে উপ-নির্বাচন হচ্ছে। কালিয়াগঞ্জে উপ-নির্বাচন হচ্ছে কংগ্রেস বিধায়কের প্রয়ানে। ছ’মাস আগে অনুষ্ঠিত লোকসভা ভোটে রাজ্যে তীব্র লড়াই হয় তৃণমূল এবং বিজেপির মধ্যে। সেই ফলের নিরিখে খড়গপুর এবং কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি, করিমপুর কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি।

এবার এই ৩ কেন্দ্রের উপ-নির্বাচনে বামেদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা হয়েছে। এই অবস্থায় ৩ কেন্দ্রে লোকসভা ভোট পরবর্তী পরিস্থিতিতে কী ফল হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Comments are closed.