মে, জুনে ফ্রি রেশন দেবে মোদী সরকার, দেওয়া হবে ৫ কেজি খাদ্যশস্য

করোনা আবহে বড় ঘোষণা কেন্দ্রের। বিনামূল্যে দেশবাসীকে রেশন দেওয়া হবে। দেশের প্রায় ৮০ কোটি মানুষ এই সুবিধা পাবেন। কেন্দ্রের খরচ হবে অতিরিক্ত ২৬ হাজার কোটি টাকা। প্রত্যেককে মাথাপিছু ৫ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে। সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে।

শুক্রবার ১১টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠক থেকে তিনি ওষুধ ও ইঞ্জেকশন নিয়ে রাজ্যগুলিকে দ্রুত পদক্ষেপ নিতে বলেন। অক্সিজেনের চাহিদা মেটাতে রাজ্যগুলোকে একসঙ্গে কাজ করার বার্তা দেন তিনি। আর এর ঠিক পরেই রেশন নিয়ে বড়সড় ঘোষণা করেন তিনি।

উল্লেখ্য, গতবছর করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে বিনামূল্যে রেশন ব্যবস্থা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী এখন বাংলায় মানুষ বিনা পয়সায় রেশন পান। মমতার দাবি, ফিরে এসে তা আরও বাড়িয়ে দেবে তাঁর সরকার। প্রসঙ্গত, গত বছর কেন্দ্র কয়েক মাসের জন্য ফ্রিতে রেশন দিয়েছিল।

Comments are closed.