এবার নতুন পদ পেলেন ‘রঙিন ছেলে’। বাংলার পরিবহণ নিগমের নতুন চেয়ারম্যান হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার পরিবহণ দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে মদন মিত্রকে চেয়ারম্যান করার কথা জানানো হয়। দায়িত্ব পেয়েই ওইদিনই পরিবহণ ভবনে পৌঁছে যান প্রাক্তন পরিবহণমন্ত্রী। ফেসবুক পোস্ট করেন তিনি। সেখানে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানান তিনি, লেখেন, কৃতজ্ঞতা প্রকাশ করার কোন ভাষা নেই। ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে। প্রথম দিন পরিবহন ভবনের বেশকিছু ছবি পোস্ট করেন তিনি।
উল্লেখ্য, সিটিসি, সিএসটিসি এবং ডাব্লবিএসটিসি এই তিনটি নিগম মিলিয়ে ডাব্লুবিটিসি বা পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম তৈরি হয়েছে।
madan mtrএকুশের বিধানসভায় কামারহাটিতে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন মদন মিত্র। বিপুল ভোটে জয়ী হন তিনি। কিন্তু কোনও মন্ত্রীত্ব পাননি তিনি। ফেসবুক লাইভে কামারহাটি পুরসভার দায়িত্বও চেয়েছিলেন মদন মিত্র। অবশেষে তিনি পেলেন পরিবহণ নিগমের চেয়ারম্যানের পদ।
Comments are closed.