করোনাকে রুখতে একমাত্র অস্ত্র টিকা, জোর দিতে হবে পড়ুয়াদের টিকাকরণে, চতুর্থ ঢেউ রুখতে মুখ্যমন্ত্রীদের পরামর্শ প্রধানমন্ত্রীর
করোনা ঠেকাতে সবথেকে বড় অস্ত্র টিকাকরণ। পড়ুয়াদের টিকাকরণে আরও জোর দিতে হবে। পাশাপাশি বুস্টার ডোজের দিকেও খেয়াল রাখতে হবে। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বৈঠক থেকে মোদী বলেন, ২ বছর পর স্কুল খুলেছে। আর এরমধ্যে কিছু স্কুলে কোভিড সংক্রমণের খবর আসছে। তাই চিন্তিত অভিভাবকরা। তাই পড়ুয়াদের টিকাকরণের কাজ আরও দ্রুত করতে হবে।
এদিন মোদী বলেন, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রেও আরটিপিসিআর বাধ্যতামূলক করতে হবে। একইসঙ্গে জিন পরীক্ষাতেও জোর দিতে হবে। তবেই রোখা যাবে চতুর্থ ঢেউ। প্রধানমন্ত্রী জানান, অতিমারিকালে ভারত অন্য সব দেশকে ওষুধ দিয়ে সাহায্য করেছে। পাঠিয়েছে ভ্যাকসিন। মোদীর কথায়, করোনার তৃতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ তিন লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। সেইসময়েও প্রতিটি রাজ্য খুব ভাল ভাবে পরিস্থিতি সামলেছে। চতুর্থ ঢেউ আসার আগেও রাজ্যগুলিকে সতর্কভাবে কাজ করার পরামর্শ দেন।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকে উঠে আসে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীদের উদ্দেশে মোদী বলেন, দেশে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। এইসময় কেন্দ্র ও রাজ্যের একসঙ্গে কাজ করা উচিত। কিছু কিছু রাজ্য জ্বালানির দাম কমিয়েছে। আবার কিছু রাজ্য শুল্ক কমায়নি। এতে মানুষের সমস্যা বেড়েছে। রাজ্যগুলিকে তেলের শুল্ক কমানোর আর্জি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Comments are closed.