একদিন এগিয়ে শুরু হবে কাতার বিশ্বকাপ। আগামী ২১ নভেম্বরের পরিবর্তে ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফার (FIFA) পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।
আগে সেনেগাল বনাম নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখন জানা যাচ্ছে আয়োজক কাতারই প্রথম ম্যাচে খেলবে। ওইদিন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি একটিমাত্র ম্যাচই খেলা হবে। বিগত চার বিশ্বকাপ ধরে আয়োজক দেশ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলছে। এবার সেই রীতিই বজায় থাকলো। খেলার সূচিতে পরিবর্তনের কারণে বিশ্বকাপ ফুটবল খেলার দিনও একদিন বেড়ে গেল। আগের সূচি অনুসারে বিশ্বকাপ শেষ হওয়ার কথা ছিল ২৮ দিনে। এবার তা বেড়ে দাঁড়ালো ২৯ দিন।
Comments are closed.