মেট্রোর কাজে ফের বাড়িতে ফাটল দেখা গেল। বউবাজারের একাধিক বাড়িতে ফাটল দেখা গিয়েছে। পথে নেমে এসেছেন এলাকার বাসিন্দারা। আড়াই বছর আগের আতঙ্ক ফের ফিরে এসেছে। এবার ফাটল দেখা দিল মদন দত্ত লেনে।
বৃহস্পতিবার রাতে কয়েকটি বাড়িতে ফাটল দেখতে পেয়েই জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে আসেন এলাকার বাসিন্দারা। প্রায় ১০টি পরিবার বাড়ি ছেড়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন। শুক্রবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেট্রো রেলের আধিকারিকরা। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এক বাসিন্দার কথায় দুর্গা পিটুরি লেনের এই ঘটনা যখন ঘটেছিল, তখন অনেককে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন। তাঁরা কেউ পরে বাড়ি পেয়েছেন কিনা জানা নেই। মেট্রো কর্তৃপক্ষও আদৌ কথা রেখেছিল কি? প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩১ অগস্ট বউবাজারের বি বি গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার স্ট্রিট, দুর্গা পিটুরি লেনের বাসিন্দারা ঘরছাড়া হয়েছিলেন। মেট্রো রেলের কাজের জন্য একের পর এক বাড়িতে বিশাল ফাটল ধরে। হেলে পড়ে বাড়ি। আতঙ্ক, ভয়ে ঘরছাড়া হন অনেকেই। ফের সেই একই বিপর্যয় সামনে এল। বি বি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দাদের দাবি, আতঙ্ক নিয়েই গত ২ বছর ৯ মাস ধরে কাটাচ্ছেন। বারবার মেট্রো রেলকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।
Comments are closed.